হ্যালো
বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আমি মতিউর রহমান। একজন Freelancer হিসাবে SEO (Search Engine Optimazation) সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই।
SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) :
এটা শিখলে আপনি ইন্টারনেট এর যাবতীয়
ঘুটিনাটি শিখতে পারবেন , মার্কেট
এর ট্রেন্ড গ্রাফ বুঝতে পারবেন। তাই SEO কাজ না করলেও আগে SEO শিখে নিবেন। তখন আপনাকে কেউ ইন্টারনেট আর ফ্রীল্যান্সিং
মার্কেট নিয়ে বোকা বানাতে পারবেন না।
এসইও
যারা শিখতে চায় তাদের জন্য লেখা নিবন্ধের প্রথম পর্বে এসইও নিয়ে কিছু বিষয়
তুলে ধরেছি। যারা এসইও শিখতে চাচ্ছে তাদের শিখার কারন কি হতে পারে তা উল্লেখ
করেছি। যেহেতু আমি লক্ষ্য করেছি অনেকেই আসলে এসইও শিখতে চাচ্ছে ফ্রিল্যান্সিং শুরু
করার জন্য তাই তাদের ফ্রিল্যান্সিং মার্কেটে বাংলাদেশের অধিকাংশ ফ্রিল্যান্সাররা
কি ধরনের কাজ করে সেই বিষয়টি উল্লেখ করেছি। এসইও কৌশলের পরিবর্তনের কারনে বর্তমানে
সেই সেই কাজের কি অবস্থা সেই বিষয়ে আলোচনা করেছি। কি হওয়া উচিত এসইও শেখার লক্ষ্যও
আর এসইও জ্ঞান আর কিভাবে কাজে লাগানো যায় তা আলোচনা করেছি। এছাড়া এসইওয়ের ভবিষ্যৎ
কি সেই বিষয়ে কি ভাবে জানবে তার জন্য কিছু তথ্য যোগ করেছি। এই পর্বে আলোচনা করবো
এসই শিখতে হলে কি শিখতে হবে তাই নিয়ে।
প্রথমেই
বুঝতে ও জানতে হবে "গুগলকে":
এসইও
কি ধরনের কাজ করতে হবে তা পুরোটাই গুগলের উপর নির্ভরশীল। গুগল কিভাবে কাজ করে সেই
বিষয়টা জানা খুবই জরুরী। আসলে জানা নয় বুঝাটা খুবই দরকার। আপনি যদি গুগলে কিভাবে
ওয়েব পেইজ গুলোকে খুজে পায়, কিভাবে
তা মজুদ করে আর যখন কেউ কোন কিওয়ার্ড দিয়ে কোন তথ্য অনুসন্ধান করে তা কিভাবে গুগল
তা দেখায় এই বিষয় গুলো পরিস্কার ভাবে বুঝতে পারেন তাহলে এসইও শিখার ভিত্তিটি তৈরি
করে ফেললেন। কিছু গুরুত্বপূর্ণ সংযুক্তিঃ
গুগল কিভাবে কাজ করে।
কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে।
কিভাবে সার্চ কাজ করে তার ভেতরে গল্প।
ওয়েব
সাইটের কোড কেমন হবে, কনটেন্ট
কেমন হওয়া উচিত , নেভিগেশন
কেমন হওয়া উচিত, ইউজার
এক্সপেরিয়েন্সের (সাইটে পাঠক আসার পর তার যে অনুভুতি ও অভিজ্ঞতা হয়) এই সব বিষয়ে
গুগলে চাওয়া ও পরামর্শগুলো কি সেই বিষয়গুলো সম্পর্কে আপনার খুব ভালো ধারনা তৈরি
করে নিতে হবে।গুরুত্বপূর্ণ সংযুক্তিঃ
· গুগল কোয়ালিটি গাইড লাইন ।
· যেভাবে গুগল কোয়ালিটি গাইডলাইন মেনে চলবেন ।
এই
বিষয় গুলো সম্পর্কে জানতে গুগল সাইটে বিভিন্ন তথ্য রয়েছে। গুগলের ফোরামে এই
বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই আলোচনা হয় । নিয়মিত এই ফোরামে অংশগ্রহন করেও গুগল
সম্পর্কে পরিস্কার একটা ধারনা তৈরি হবে। এছাড়া ম্যাট কাটের ব্লগ ও ইউটিউব চ্যানেল
বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও নিয়মিত প্রকাশ হয়।সেই ভিডিও গুলো গুগল সম্পর্কে জানতে ও
বুঝতে আপনাকে সহায়তা করবে। গুরুত্বপূর্ণ
সংযুক্তিঃ
·
এসইও চ্যাট ফোরাম।
·
ওয়েবমাস্টার ওয়ার্ল্ড ফোরাম।
·
গুগল ফোরাম।
·
মজ কমিউনিটি।
এসইও
ও ওয়েবসাইট সংক্রান্ত অনেক গুগলের দৃষ্টিভঙ্গি ,
নিয়ম ও চাহিদা নিয়ে বিভিন্ন ব্লগে বিভিন্ন ভাবে
উপাস্থাপন করে অনেকেই লেখে থাকেন। সেই লেখাগুলোও আপনাকে গুগল সম্পর্কে বুঝতে
সাহায্য করবে। এছাড়া এসইও ফোরাম গুলোতে যে আলোচনা হয় তাও অনেকাংশে আপনাকে সাহায্য
করবে।গুরুত্বপূর্ণ সংযুক্তিঃ
·
মজ
·
সার্চ ইঞ্জিন ল্যান্ড
·
এসইও বুক
·
সার্চ ইঞ্জিন ওয়াচ
·
সার্চ ইঞ্জিন জার্নাল
·
সার্চ ইঞ্জিন গাইড
গুগলকে
যত ভালো ভাবে জানতে ও বুঝতে পারবেন তত ভালো এসইও আপনি শিখতে পারবেন আর ততই সফল ও
উজ্জ্বল হবে আপনার এসইও ক্যারিয়ার।
এসইও যে
বিষয় গুলো নিয়ে হয়;
গুগল
কিভাবে কাজ করে এবং গুগলের কোয়ালিটি গাইডলাইন সম্পর্কে ভালো ভাবে জানার পরে এসইও
যে বিষয়গুলো নিয়ে হয় এবং এসইওয়ের সাথে জড়িত অন্যান্য বিষয় গুলো একে একে শিখতে হবে।
যেমনঃ
· * কিওয়ার্ড রিসার্চ
· * তালিকা তৈরি
· *কিওয়ার্ড যাছাই বাছাই ও নিবার্চন
· *কম্পিটিশন এনালাইসিস
· *সার্চ ইঞ্জিন বান্ধব সাইট তৈরি
· *কোড
· * ডিজাইন
(পরোক্ষ)
· *কন্টেন্ট তৈরির পরিকল্পনা (
পরোক্ষ)
· * নেভিগেশন
· * কিওয়ার্ড অপটিমাইজড কনটেন্ট
· * ইন্টারনাল লিঙ্কং
· * ইউজাভিলিটি (পরোক্ষ)
· *অথরিটি তৈরি
· *ইনকামিং লিঙ্ক
· *সোশ্যাল সিগনাল
· *এনালিটক্স (পরোক্ষ)